চোখের সমস্যায় চশমা পড়ে অনুশীলন করছেন সাকিব। ছবি: বার্তাবাংলা
গেল ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন জাতীয় দলের তিন ফরম্যাটের দলপতি সাকিব আল হাসান। মাঝে মধ্যে চোখে দেখতে সমস্যা হত বাঁহাতি এই অলরাউন্ডারের। চোখের সমস্যায় বিশ্বকাপ চলাকালীন ভারতেই চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলেন টাইগার দলপতি। কিন্তু চোখের আসল সমস্যা সে সময় শণাক্ত হয়নি।
উন্নত চিকিৎসার জন্য এরপর রংপুর রাইডার্সের কর্তৃপক্ষ সাকিবকে লন্ডনে প্রেরণ করে। সেখানেও আসল সমস্যা খুঁজে বের করতে ব্যর্থ হন চিকিৎসকরা। যার ফলে তাকে যেতে হয়েছিল সিঙ্গাপুরেও।
সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল সাকিবের চোখের সমস্যা। চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব। আর চিকিৎসকদের ভাষায় সেই রোগটির নাম এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর)।
দেশের ক্রিকেটের পোস্টার বয়ের এমন রোগে রয়ে সয়ে চিকিৎসা চালানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মেডিক্যাল ইউনিট গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির এক বিবৃতিতে দেবাশীষ বলেন, ‘সাকিব ওর বাম চোখের সমস্যা নিয়ে অভিযোগ করে আসছিল। বাংলাদেশ ও বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে এবং বেশ কয়েকবার ওর চোখের পরীক্ষা-নিরীক্ষা করার এটি নিশ্চিত হয়েছে যে বাম চোখের এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর) ভুগছে সাকিব। সমস্যা সমাধানের জন্য রক্ষণশীল ব্যবস্থায় ওর চিকিৎসা চালিয়ে যাওয়া হবে সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিএসআর এমন একটি অবস্থা, যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। এটি চোখের দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিক্যাল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে সমস্যা সমাধানেও আশাবাদী চিকিৎকরা।’
বার্তাবাংলা/এনএ