নতুন সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব ও সাধারণ সম্পাদক সামন হোসেন। ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রীড়া সাংবাদিক রেজওয়ান উজ জামান রাজিব। পাশাপাশি একইভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সামন হোসেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত হওয়া বাকিরা হলেন, সহ-সভাপতি- কাজী শহীদুল আলম ও সুদীপ্ত আহমদ আনন্দ, যুগ্ম সম্পাদক- ফয়সাল তিতুমীর ও রেদওয়ান শুয়েব, কোষাধ্যক্ষ- মিয়া রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মো. সামীউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- আবু হোরায়রা তামিম, দপ্তর সম্পাদক- মোহাম্মদ মাসুক মিয়া।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, খায়রুল ইসলাম শাহীন, তালহা বিন নজরুল, মো. আনোয়ার উল্লাহ, পরাগ আরমান, মো. সাহাবউদ্দিন সাহাব, রাশিদা আফজালুন নেসা, আবু নোমান মো. উল্লাহ, রায়হান উদ্দিন রাসেল ও সজল কুমার মিত্র রিচার্ড।
বার্তাবাংলা/এনএ