রান নিতে ছুটছেন বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই। ছবি- বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তাপ বাড়াতে প্রতিবারই তথাকথিত বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। যার ব্যত্যয় ঘটেনি চলতি দশম আসরেও। উত্তাপের পারদ তুঙ্গে তুলতে এবার টুর্নামেন্টে খেলার ডাক পেয়েছেন ম্যাথু ফোর্ড, বেনি হাওয়েল, রায়ান বার্ল, বেন কাটিং, আন্দ্রে রাসের, সুনিল নারিন, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, এভিন লুইস, বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মত তারকারা।
কিন্তু রঙ ছড়ানোর অন্তরালে এই বিদেশিরাই এক প্রকারে কাল হয়ে দাঁড়ান দেশি ক্রিকেটারদের জন্য। যেই দেশি ক্রিকেটারদের উন্নতির জন্য আয়োজন করা হয় বিপিএল, সে দেশিরাই ছায়াতলে থাকেন ডেকে আনা বিদেশিদের।
সবচেয়ে বড় পার্থ্যক্যটা দেখা যায় স্ট্রাইক রেটে। শর্টার ফরম্যাটের ক্রিকেটে যেই স্ট্রাইক রেটটা একজন ব্যাটারের মূল আলোচ্য বিষয়, ঠিক সেই বিষয়টাতেই বিদেশি ক্রিকেটারদের যেয়ে যোজন পিছিয়ে দেশিরা। এমনকি দলের গুরুত্বপূর্ণ অবস্থায় এসেও ভরসার জায়গা হয়ে দাঁড়ান বিদেশিরাই।
এই যেমন ঢাকা পর্বের কুমিল্লা ভিক্টোরিয়ানসের শেষ ম্যাচটার কথাই বলা যাক। হারতে থাকা কুমিল্লাকে ৩২৫ স্ট্রাইক রেটে জয়ের বন্দরে পৌছে দেয়ার নায়ক সেই ম্যাচে বনে যান ম্যাথু ফোর্ড। একই চিত্র দেখিয়েছেন রংপুর রাইডার্সের বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই।
খুলনা টাইগার্সের আরেক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার এভিন লুইসের চলতি আসরে দুই ম্যাচ খেলে স্ট্রাইক রেট ২৩২.১৪। যার ধারেকাছেও এখনও পৌছানোর সাহসটাই যেন হয়ে উঠেনি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের।
দেশ ব্যাটারদের ভেতর সর্বোচ্চ স্ট্রাইক রেট মুশফিকুর রহিমের ১৪১.৮১। যদিও চলতি আসরে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান (১৫৬) করা ব্যাটার এই মুশিই।
বিগ স্কোরিং ম্যাচের পাশাপাশি লো স্কোরিং ম্যাচেও জয়জয়কার বিদেশিদের। সিলেটের বেনি হাওয়েল ও বেন কাটিং এর জ্বলন্ত উদাহরণ। পদে পদে এই বিদেশিরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছেন স্থানীয় ক্রিকেটারদের জন্য। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করার বিন্দুমাত্র ইচ্ছেটাও দেখা যাচ্ছে না এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের ভেতর।
ক্রিকেটকে পাশ কাটিয়ে তারা ব্যস্ত রয়েছেন একে অপরের প্রতি কাদা ছোড়াছুঁড়ির এক উদ্দাম খেলায়।
তবে ব্যাটারদের এমন হতাশার সময় বোলিং ইউনিট ছড়াচ্ছে আলো। পেসারদের হাত ধরে দেখা যাচ্ছে মুদ্রার অপর পিঠ। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ ৫টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বোলারদের তালিকায় শীর্ষে থেকেই সিলেট পর্ব শুরু করবেন এই দুই পেসার।
বার্তাবাংলা/এনএ