ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের হট কেক মোহাম্মদ আশরাফুল ও মাশরাফী বিন মোর্ত্তজার মধ্যকার স্নায়ু যুদ্ধ। কিছুদিন আগেই আশরাফুল বলেছিলেন 'আনফিট' মাশরাফীর জন্য নষ্ট হচ্ছে বিপিএলের সৌন্দর্য্য। সাবেক এই অধিনায়কের এমন মন্তব্যের জের ধরে ম্যাশের হয়ে ব্যাট চালিয়েছিলেন তার সাবেক সতীর্থ থেকে শুরু করে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজির মালিকও।
তবে যতই আনফিট দাবি করা হোক না কেন, ম্যাশ সেগুলোর জবাব মুখে না দিয়ে দিয়েছেন ২২ গজে।
তবে মাঠের জবাবের পাশাপাশি এবারে এসকল কাদা ছোড়াছুঁড়ি বন্ধে আহ্বান জানিয়েছেন সাবেক দেশসেরা এই দলপতি। তাকে নিয়ে চিন্তা না করে ক্রিকেটের উন্নতি কিভাবে হবে সেটি নিয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন ম্যাশ।
ম্যাশ বলেন, ‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’
আগামী বছর বিপিএল খেলবেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’
তিনি আরও বলেন, ‘নিজেকে মোটিভেট করার বিষয় যেটা বললাম আমি ক্রিকেট খেলবো। আমি উপভোগ করি আমার ক্রিকেট। এখন শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস আগে দুর্ভাগ্যবশত আমি জানি না কী জন্য হয়েছে।'