ছবি: সংগৃহীত
ইতোমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে খেলতে এসেছেন পাকিস্তানের একাধীক ক্রিকেটার। প্রতিটি দলেই রয়েছে অন্তত দুজন করে পাকিস্তানি ক্রিকেটার। এখন পর্যন্ত ২২ ক্রিকেটার খেলেছেন চলতি আসরে সাত ফ্র্যাঞ্চাইজির হয়ে।
যদিও কিছুদিন আগেই পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছেড়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই নির্দেশের পর ফের আরও পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে বিপিএল খেলার জন্য ছাড়পত্র দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ছাড়পত্র পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন, আমের জামাল, সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
সব কিছু ঠিক থাকলে হাসনাইন খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে, সাইম দুর্দান্ত ঢাকায়, নেওয়াজ খুলনা টাইগার্সে আর আকিফ জাভেদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ইতোমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন হাসনাইন, নেওয়াজ ও জাভেদ। বাকিরা শীঘ্রই চলে আসবেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে।
বিপিএলের চলতি আসরে ঢাকা ডমিনেটরসের হপয়ে খেলছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ ও সালমান ইরশাদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছিল উসমান খান ও খাজা নাফেকে। ফরচুন বরিশালের হয়ে খেলছেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও হায়দার আলী।
খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন ওয়াহাব রিয়াজ, আজম খান ও এমাদ বাট। সিলেট স্ট্রাইকার্স তাদের দলে নিয়েছে মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস ও ইমাদ ওয়াসিমকে।
সবচেয়ে বেশি পাকিস্তানই ক্রিকেটার দলে ভিড়িয়েছেকু মিল্লা ভিক্টোরিয়ানস। এই দলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, আবরার আহমেদ ও নাসিম শাহ। আর রংপুর রাইডার্স তাদের দলে টেনেছে হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজকে।
শোয়েব মালিক বরিশালের হয়ে দুটি ম্যাচ খেলে ফিরে গেছেন দুবাইয়ে।
বার্তাবাংলা/এনএ