ছবি: সংগৃহীত
আফ্রিকান নেশন্স কাপে এখন পর্যন্ত একটি জয়েরও দেখা মেলেনি মোহাম্মদ সালাহও মিসরের। যদিও তিন ড্রয়ের সুবাদে শেষ ষোলতে জায়গা হয়েছে তাদের।
শেষ ষোলতে অধরা জয়ের দেখা পেতে অভিনব এক পন্থা অবলম্বন করেছে আফ্রিকার দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (এমএফএ)। সৌভাগ্য ফেরাতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গরু জবাই করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।
জবাইয়ের পর সেই গরুর গোশত রাজধানী কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে এমএফএ। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য নিশ্চিত করেছেন মিশর ফুটবল দলের মুখপাত্র মোহাম্মেদ মোরাদ।
সৌভাগ্যের আশায় গরু জবাই দেওয়া মিসরের জন্য নতুন কিছু নয়। এর আগেও ২০০৮ সালের নেশন্স কাপের সময় একইভাবে গরু জবাই করে তার গোশত বিতরণ করেছিল এমএফএ। সেবার নেশন্স কাপের শিরোপা ঘরে তুলেছিল মিসর।
বার্তাবাংলা/এনএ