ছবি: সংগৃহীত
দুঃসময় পিছু ছাড়ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। লিওনেল মেসি বার্সা ছাড়ার সময় যেন নিয়ে গেছেন কাতালানদের সৌভাগ্যকেও। কেননা ক্ষুদে জাদুকরের বিদায়ের পর শৌর্যবীর্য হারিয়েছে এক সময়কার প্রতিপক্ষের হৃদয়ে কাপন ধরিয়ে দেওয়া বার্সেলোনা।
দুদিন আগেই তাদের বিদায় হয়েছে স্পেনের অন্যতম শীর্ষস্থানীয় লিগ কোপা দেল রে থেকে। সেই হারের ক্ষত শুকানোর আগেই ফের বড় হোঁচট খেল কাতালানরা। নাটকীয়তায় ভরা ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তাদের হারতে হয়েছে ৫-৩ ব্যবধানে।
নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে এসে কপাল পুড়ে কাতালানদের।
যদিও পুরো ম্যাচে দাপট ধরে রেখেই খেলছিল বার্সেলোনা। ভিয়ারিয়ালের জালে তারা ২২টি আক্রমণ চালায় যার ১০টিই ছিল লক্ষ্যে। পুরো ম্যাচের ৭২ শতাংশ বল ছিল কাতালানদের দখলে। অপরদিকে ২৮ শতাংশ সময় বল দখলে রেখেই জয় বাগিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। এমনকি পুরো ম্যাচে হওয়া ১০টি কর্ণারের সবগুলোর পেয়েছিল বার্সা।
কিন্তু তারপরও ইনজুরি টাইমে খেই হারিয়ে ফেলে পজাওয়কে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের।
বার্সার হয়ে একটি করে গোল করেছেন ইলকাই গুনদোয়ান ও পেদ্রি, আরেকটি তারা পেয়েছে ভিয়ারিয়ালের আত্মঘাতি গোলের সুবাদে। অপরদিকে ভিয়তারিয়ালের হয়ে গোল দিয়েছেন জেরার্ড মোরেনো, ইলিয়াস আখোমাচ, গঞ্জালো গিদেস, আলেক্সান্ডার সরলথ ও হোসে মোরালেস।
বার্তাবাংলা/এনএ