ছবি: সংগৃহীত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা জয় দিয়ে করলেও ভাগ্য বেশি সময় সহায় থাকেনি দুর্দান্ত ঢাকার। ঢাকা পর্ব হার দিয়ে শেষ করে সিলেট পর্বের শুরুটাও তাদের হয়েছে হার দিয়ে।
এমনিতেই ব্যাক টু ব্যাক হার, তার ওপর তাসকিন আহমেদের ইনজুরির শঙ্কা মরার উপর খাড়ার ঘা হিসেবে উদয় হয়েছে দুর্দান্ত ঢাকার শিবিরে।
সিলেটের পেস স্বর্গভূমিতে পিঠের টান অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তাসকিন আহমেদের জন্য। যে কারণে কেবল দুই ওভার বোলিং করে আর বল হতে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। এমনকি ব্যাট হাতেও দেখা যায় নি টাইগার এই ক্রিকেটারকে।
তাসকিনের ইনজুরির বিষয়ে দুর্দান্ত ঢাকার আরেক পেসার শরিফুল ইসলাম বলেন, ‘তাসকিন ভাইয়ের পিঠে হালকা (টান) লেগে আসছিল সেজন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, নিজেও ঝুঁকি নিতে চাননি উনি।’
তিনি আরও বলেন, ‘কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি সমস্যাটা বেড়ে যায়, এজন্য তাকে রাখা হয়েছে। উনি এখন ঠিক আছে, পরের ম্যাচে দেখা যাক কি হয়।’
ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে যুদ্ধ করছেন তাসকিন আহমেদ। গেল ওয়ানডে বিশ্বকাপ ইনজুরি নিয়ে খেলার পর দেশে ফিরে দুমাস বিশ্রাম নিয়ে বিপিএলে খেলতে নামেন ডানহাতি এই পেসার।
বার্তাবাংলা/এনএ