ছবি: সংগৃহীত
গুঞ্জনটা চাউড় হয়েছিল বেশ কিছুদিন আগেই। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জাভি হার্নান্দেজ। চলতি মৌসুমের পর আর বার্সার ডাগআউটে থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন স্পেসের সাবেক এই তারকা ফুটবলার।
দলের টানা হারের ব্যর্থতা নিজ কাঁধে নিয়েই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই ফুটবলার। শনিবার (২৭ জানুয়ারি) ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হারের পর কোচিং ছাড়ার ঘোষণা দেন জাভি।
জাভি বলেন, ‘আগামি ৩০ জুনের পর আমি আর বার্সেলোনার কোচ হিসেবে আর থাকছি না। আসলে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আমাকে অনেকেই বলেছিল বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা বাস্তবিকপক্ষে অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না। আমরা এমন জায়গায় আছি, যেখান থেকে ফেরা সম্ভব নয়। আমি মনে করি এটাই ক্লাব ছাড়ার উপযুক্ত সময়। এটি নিয়ে আমি বোর্ডের সঙ্গে কথাও বলেছি।’
তিনি আরও বলেন, ‘একদিন আগেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর সময়। আমি ক্লাবের সমস্যার কারণ হতে চাই না। এই মুহূর্তে ক্লাব ছেড়ে দেওয়াই সবচেয়ে উত্তম সমাধান। জুনে আমি দায়িত্ব ছাড়ছি।’
সাম্প্রতিকসময়টা খুব একটা ভালো যাচ্ছে না কাতালানদের। দুদিন আগেই তাদের বিদায় নিতে হয়েছে কোপা দেল রে থেকে। সেই ক্ষত শুকানোর আগেই লা লিগায় তাদের হারতে হয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে। দলের এমন টানা হারের জের ধরেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাভি।
বার্তাবাংলা/এনএ