ছবি: সংগৃহীত
আচরণবিধি ভঙ্গ করে মারামারির দায়ে তিন নারী ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ক্রিকেটার পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে লাহোরের হয়ে খেলছিলেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার হলেন, সাদাফ শামস, ইউসরা ও আয়েশা বিলাল।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) লাহোরের টিম হোটেলে। সেদিন রাতে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আয়েশাকে মারতে শুরু করেন সাদাফ ও ইউসরা। মারামারির এক পর্যায়ে আয়েশার নাক ফেটে রক্ত বেরিয়ে যায়।
এ ঘটনার পর আয়েশা পিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করে। প্রাথমিক তদন্তে তিনজনকেই সাময়িক বহিষ্কারের ঘোষণা দেয় পিসিবি। পূর্ণাঙ্গ তদন্তের পর শাস্তির পরিমাপ পূনর্বিবেচনা করবে বলে জানিয়েছে বোর্ড।
বার্তাবাংলা/এনএ