ছবি: সংগৃহীত
নিজেদের পাতা ফাঁদে কিভাবে নিজেদের পড়তে হয় সেটির দৃষ্টান্ত কিছুদিন আগেই স্থাপন করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবারে বাংলাদেশের দেখানো পথে হেঁটে একই ভাগ্য বরণ করতে হলো ভারতকেও। নিজেদের পাতা স্পিন ফাঁদে নিজেদেরই পড়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তাদের হারতে হয়েছে ২৮ রানে।
ইংলিশদের বিপক্ষে এই হারের ফলে রদবদল হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের। হালনাগাদকৃত টেবিলে বাংলাদেশেরও নিচে নেমে গেছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে টেবিলের দুইয়ে ছিল রোহিত শর্মার দল। এই সিরিজের আগে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চারটি ম্যাচের ভেতর দুটিতে জয়, একটিতে হার আর একটি ম্যাচে ড্র করেছিল ভারত। স্লো ওভার রেটে কিছু পয়েন্ট কাটা যাওয়ার পরও জয়ের হার ৫৪.১৬ শতাংশ হওয়ার কারণে টেবিলের দ্বিতীয় অবস্থানে ছিল তারা।
ইংল্যান্ডের কাছে হারের পরে রোহিত-কোহলিদের জয়ের শতাংশ গিয়ে দাঁড়িয়েছে ৪৩.৩৩ এ। আর তাতে করে টেবিলে এখন বাংলাদেশের নিচে অবস্থান করতে আকাশী নীলরা।
৬৬ পয়েন্ট ও ৫৫.০০ জয়ের শতাংশ নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের জয়ের শতাংশ ৫০ হলেও পয়েন্ট বিবেচনায় তারা রয়েছে যথাক্রমে তিন চার ও পাঁচে। এরপর অবস্থান ভারতের।
ভারতের পর টেবিলে জায়গা হয়েছে পাকিস্তানের। ইংল্যান্ডকে টপকে সাতে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে হারালেও ইংলিশদের অবস্থান আটে। ২৯.১৬ রেটিং পয়েন্ট তাদের। আর সবশেষ অবস্থানে রয়েছে লঙ্কানরা।
বার্তাবাংলা/এনএ