ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।
চলতি আসরে এখন পর্যন্ত সমান ৪ পয়েন্ট দুই দলেরই। এখন পর্যন্ত তিন ম্যাচে কেবল একটিতে হারকে সঙ্গী করে মাথ ছাড়তে হয়েছে কুমিল্লাকে। অপরদিকে চার ম্যাচে রংপুরের অর্জন দুই হার ও দুই জয়। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের তিনে অবস্থান করছে কুমিল্লা। আর চারে রংপুর।
যে জিতবে তারই টেবিলের তিন নম্বর জায়গাটি হবে পোক্ত। এমন অবস্থায় থেকে চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে দুই দল। যেখান এক দলের লক্ষ্য হ্যাটট্রিক জয় তুলে আনা। অপরদিকে অপর দলের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।
রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম।
বার্তাবাংলা/এনএ