ফাইল ছবি
আগামী মার্চে আবারও এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপজয়ীরা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে চীনের মাটিতে।
তবে এবারকার সফরে এশিয়ার কোনো দেশের বিপক্ষে লড়বে না লাতিন আমেরিকান জায়ান্টরা। আসন্ন সফরে তারা খেলবে আফ্রিকার দুই পরাশক্তির বিপক্ষে। দলগুলো হলো নাইজেরিয়া ও আইভরি কোস্ট।
আর্জেন্টিনার আসন্ন এশিয়া সফরে চীনের বিপক্ষেও একটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু হেড কোচ লিওনেল স্কালোনি চাইছিলেন মানসম্মত কোনো দলের বিপক্ষে খেলতে। আবার অন্যদিকে সে সময়টাতে সিঙ্গাপুরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে চীন। সে কারণে শেষ পর্যন্ত আর সেই সিদ্ধান থেকে সরে আসতে হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে।
হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মেসি এন্ড কোং লড়বে নাইজেরিয়ার বিপক্ষে। আর বেইজিং এর ওয়ার্কাস স্টেডিয়ামে হবে আইভরি কোস্টের বিপক্ষের ম্যাচটি।
ভেন্যু চূড়ান্ত হলেও এখনও চূড়ান্ত সূচির ঘোষণা দেওয়া হয়নি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইএস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ১৮ থেকে ২৬ মার্চের ভেতর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
বার্তাবাংলা/এনএ