ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। কিন্তু এই অধিবেশনে যোগদান করেননি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এই দুই সংসদ সদস্যকে বাদ দিয়েই বেলা ৩টায় শুরু হয়েছে অধিবেশন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ থাকার কারণে অধিবেশনে যোগ দেওয়া হয়নি এই দুই ক্রিকেটারের। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামে সাকিবের রংপুর রাইডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল।
চলিত মাসের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নতুন সরকার গঠন করার এটিই প্রথম সংসদ অধিবেশন। এবারের জাতীয় সংসদের নেতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধিবেশনের শুরুতে স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু নির্বাচিত হয়েছেন।
এবার ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি। বাদ পড়া আসন হল নওগাঁ-২। ঘোষিত ফলাফল হল ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি আসন। ১১টি আসন জাতীয় পার্টি পেয়েছে। একটি করে পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বার্তাবাংলা/এনএ