ছবি: সংগৃহীত
প্রতি বছরের মতো চলতি বছরও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নতুন করে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারা থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে, কার সঙ্গে কোন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হবে বোর্ড, কেমন হবে বেতন কাঠামো সেটি নিয়ে খসরা সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। অপেক্ষা এখন কেবলই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার।
২০২৪ সালের এই চুক্তিতে তামিম ইকবাল থাকছেন না সেটি আগে থেকেই জানা। বোর্ড তাকে চুক্তিতে রাখার কথা চিন্তা করলেও বাঁহাতি এই ওপেনার তাকে বাদ রেখেই বাকি কাজ সারতে বোর্ডকে অনুরোধ জানান। তবে বোর্ড এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায়নি। সাধারণ সভায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে।
তবে আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে তামিম থাকছেন না সেটি অনেকটাই নিশ্চিত।
ভেতরকার খবর, ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির খসরা তালিকায় জায়গা হয়েছে ২১ ক্রিকেটারের। কয়েকজনকে নিয়ে রয়েছে শঙ্কা। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের বিষয়ে।
তামিম বাদেও শঙ্কা রয়েছে এবাদত হোসেনকে পাওয়া নিয়ে। কেননা হাটুর ইঞ্জুরিতে ভুগছেন টাইগার এই পেসার। চুক্তিতে তাকে রাখা নিয়ে দোটানায় রয়েছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একটি সূত্র বাংলা বার্তাকে জানিয়েছে, চলতি বছর যেহেতু টেস্ট বেশি বাংলাদেশের, সে কারণে বনেদি ফরম্যাটের ক্রিকেটারদের বিষয়ে আলাদা সতর্কতা অবলম্বন করবে বিসিবি।
টি-টোয়েন্টির চুক্তিতে বোর্ডের পাইপলাইনে রয়েছেন ১২ থেকে ১৩ জন ক্রিকেটার। ওয়ানডের জন্য ১২ আর টেস্টের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন ১৪ থেকে ১৫ জন ক্রিকেটার।
শুধুমাত্র ওয়ানডের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে ছিটকে যেতে পারেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। বিপরীতে নতুন মুখ হিসেবে থাকছেন শাহাদাত হোসেন দীপু (টেস্ট) ও তানজিম হাসান সাকিব (ওয়ানডে ও টি-টোয়েন্টি)। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হতে পারে বোর্ড লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে।
এদিকে সাকিব আল হাসান, লিটন দাস, শরিফুল ইসলাম, নাজমুল হোশেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ থাকছেন তিন ফরম্যাটের জন্য।
বার্তাবাংলা/এনএ