ছবি: সংগৃহীত
হাই ভোল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৮ রানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৭ রান তুলতেই থেমে যায় কুমিল্লার ইনিংসের চাকা।
আর তাতেই ৮ রানের জয় দিয়ে টেবিলের তিনে উঠে আসে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই হোঁচট খায় রংপুর। ১২ বলে ১৪ করা ব্রেন্ডন কিংকে তারা হারায় দলীয় ১৮ রানেই।
এরপর বাবর আজম দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার কাঁধে তুলে নেন ফযলে মাহমুদকে সঙ্গে নিয়ে। কিন্তু দলীয় ৭৩ রানে বাবরকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন খুশদিল শাহ।
বাবরের বিদায়ের পর ফযলের ২১ বলে ৩০, মোহাম্মদ নাবির ৭ বলে ১৩, নুরুল হাসান সোহানের অপরাজিত ৬ বলে ১৫ আর আজমতুল্লাহ ওমরজাইয়ের হার না মানা ২০ বলে ৩৬ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রানের পুঁজি পায় রংপুর।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই কুমিল্লা দলপতি লিটন দাস ফেরেন সাজঘরে। মোহাম্মদ রিজওয়ানও ফেরেন ১৭ বলে ২১ করে।
তবে মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ বলে ৬৩ ও তাওহীদ হৃদয়ের ২৮ বলে ৩৯ রানের সুবাদে লড়াইয়ে ফেরে কুমিল্লা।
কিন্তু ধীরগতির ব্যাটিং ও অঙ্কন আর তাওহীদ ছাড়া উইকেটের অপরপ্রান্ত থেকে কেউ সাড়া না দেওয়ায় ১৫৭ রান তুলতেই থেমে যায় কুমিল্লার ইনিংসের চাকা।
আর সেই সুবাদে ব্যাক টু ব্যাক জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।
বার্তাবাংলা/এনএ