ছবি: সংগৃহীত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই রংপুর রাইডার্সের দলপতি সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে নিজের ছায়া হয়ে খেলতে। অলরাউন্ডার সাকিব যেন চলতি বিপিএলে বনে গেছেন পুরোদস্তুর বোলার। রংপুরের সবশেষ দুই ম্যাচে ব্যাট হাতে দেখা যায়নি বাঁহাতি এই ক্রিকেটারকে। এক ম্যাচে তো তাকে নামতে দেখা গেছে আট নম্বরে।
মূলত চোখের সমস্যার কারণেই সাকিব নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে আশার কথা ধীরে ধীরে চোখের সেই সমস্যা কাটিয়ে উঠছেন বাঁহাতি এই তারকা। আর তাতে করে আশা করা যাচ্ছে চলতি বিপিএলেই তিনি ফিরবেন স্বরূপে।
চলতি টুর্নামেন্টের শেষ দিকে অলরাউন্ডার সাকিবকে ফিরে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রংপুর রাইডার্সের দলপতি নুরুল হাসান সোহান।
কুমিল্লার বিপক্ষে জয় বাগিয়ে নেওয়ার পর তিনি সাকিবের প্রসঙ্গে বলেন, ‘উনি চেষ্টা করছেন (ব্যাটিংয়ে ফিরতে)। বিরতির দিনগুলোতেও নিজে নিজে অনুশীলন করছেন। চোখে যে সমস্যা আছে, ওটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। টুর্নামেন্টের শেষ দিকে তাকে পুরোদমে দেখতে পারব।’
তিনি আরও বলেন, ‘সাকিব ভাই বিশ্বের একজন সেরা অলরাউন্ডার। উনি এখনো অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে হয়তো এখন ব্যাট করতে তার সমস্যা হচ্ছে। কিন্তু তার মাঠে থাকাটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
বাংলাবার্তা/এনএ