ছবি: সংগৃহীত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছুটি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা চলতি বিপিএল থেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। সংসদের হুইপ হিসেবে নিজের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিপিএল থেকে বিশ্রামে যাচ্ছেন তিনি। যখন তার রাজনৈতিক ব্যস্ততা শেষ হবে তখন তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন।
ম্যাশের পরিবর্তে অধিনায়কের দায়িত্বভার দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনের ওপর।
চলতি বিপিএলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যাশের। টুর্নামেন্টের শুরু থেকেই নানা বিতর্কের সামনা করতে হয়েছে সাবেক এই অধিনায়ককে। এমনকি তার ফিটনেস নিয়েও পড়তে হয়েছে প্রশ্নের মুখে।
সব বিতর্ককে উড়িয়ে দিয়ে সাময়িক বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ধারণা করা হচ্ছে বিপিএলের আসন্ন ঢাকা পর্বেই মাঠে ফিরবেন ম্যাশ।
বার্তাবাংলা/এনএ