ছবি: সংগৃহীত
অলিম্পিকের প্রাক বাছাইয়ের প্রথম ম্যাচে ড্র করে প্যারিস অলিম্পিকের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করাটা শঙ্কার মুখে ফেলেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। অবশেষে কেটে গেছে সেই শঙ্কার কালো মেঘ।
চিলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আসন্ন অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত করেছে আলবেসেলস্তিয়ানরা।
পয়েন্ট টেবিলের সমীকরণ বলছিল মূল পর্বের টিকিট কাটতে জয়টা বাধ্যতামূলক ছিল দুই দলের জন্যই। যার ফলে হাই-ভোল্টেজ একটা ম্যাচের আশা ছিল ফুটবল প্রেমীদের। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। ম্যাচটি হয়েছে পুরোই একপেশে।
বড় জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে কেবল এক গোলের দেখা পায় আর্জেন্টিনা। সেটিও ছিল প্রথমার্ধের শেষ মিনিটে। অধিনায়ক থিয়েগো আলমাডা দলকে এগিয়ে দেন।
সেই থেকে শুরু। এরপর দ্বিতীয়ার্ধের বাকি ৪৫ মিনিটে আরও চার বার জালের ঠিকানা খুঁজে নেয় আর্জেন্টিনা।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলমাডা। ঠিক তার চার মিনিট বাদেই অধিনায়কের অ্যাসিস্টে জালের ঠিকানা খুঁজে নেন সান্তিয়াগো ক্যাস্ট্রো।
এরপর ম্যাচের ৭৯তম মিনিটে ব্যবধান ৪-০ তে নিয়ে যান ফাকুন্দো কিউরোজ। আর যোগ করা অতিরিক্ত সময়ে চলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত হয় লুসিয়ানো গুন্দোর সুবাদে।
বার্তাবাংলা/এনএ