ছবি: সংগৃহীত
নেপালকে হারিয়ে হেসেখেলেই সুপার সিক্সের শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এখন তাদের সামনে অগ্নি পরীক্ষা পাকিস্তান বধ। বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশের। খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে ৩ ফেব্রুয়ারি পাকিস্তান বধের মিশনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
হারলেই বাদ এমন ম্যাচে জয়ের পাশাপাশি জুনিয়র টাইগারদের আরেক দুশ্চিন্তা রানরেট। এখন পর্যন্ত টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের রানরেট ১.০৬৪। অপরদিকে বাংলাদেশের রান রেট ০.৩৪৮।
সেমি নিশ্চিতের লড়াইয়ে বাংলাদেশকে জিততে হবে এমন ব্যবধানে যাতে করে পয়েন্টের পাশাপাশি রানরেটেও পেছনে ফেলা যায় পাকিস্তানকে। আর এখানেই বাংলাদেশকে সমাধান করতে হবে কঠিন এক সমীকরণের।
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ যদি আগে ব্যাট করে আর তাদের দলীয় সংগ্রহ ২৫০ বা তার কম রান হয় তাহলে জুনিয়র টাইগারদের জিততে হবে অন্তত ৫০ রানের ব্যবধানে। আর তাতে করে ম্যাচ শেষে পাকিস্তানের চেয়ে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রানরেট।
আর যদি বাংলাদেশের তাদের দলীয় সংগ্রহ ২৫০ পার করে, তখন জয়ের ব্যবধানটা রাখতে হবে ন্যুনতম ৫১ রানের।
এই গেল আগে ব্যাটিংয়ের সমীকরণ। এবারে আসা যাক টার্গেট নিয়ে বাংলাদেশ যদি ব্যাটিং করে তাহলে জয়ের ব্যবধানটা কেমন হবে।
পাকিস্তান আগে ব্যাটিং করলে তার যতই টার্গেট দিক না কেন, বাংলাদেশকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। এক্ষেত্রে রানের সঙ্গে ওভারের কিছু সংযোগ রয়েছে।
যদি জুনিয়র টাইগারদের টার্গেট ৩০০ রান হয়, তাহলে ম্যাচটি শেষ করতে হবে ৩৯.৩ ওভারের ভেতরে। ২৫০ করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভারের ভেতর জিততে হবে ম্যাচ।
বার্তাবাংলা/এনএ