ছবি: সংগৃহীত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না সিলেট স্ট্রাইকার্সের। নিজেদের ঘরের মাঠেও দেখা মিলছিল দৈন্যদশার পারফরম্যান্সের। হারের বৃত্ত ভাঙতেই খাবি খাচ্ছিল গেল আসরের রানার আপ দলটি।
সিলেট পর্বের শেষ ম্যাচে অবশেষে মিললো অধরা সেই জয়ের দেখা। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল মোহাম্মদ মিঠুনের সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। দলীয় ১৩ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় দলটির তিন টপ অর্ডারকে। নাজমুল হোসেন শান্ত ৩ রান করলেও শূন্য হাতে ফেরেন শামসুর রহমান ও জাকির হাসান।
দ্রুত তিন উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া সিলেটের ইনিংস মেরামতের গুরুভার কাঁধে তুলে নেন নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সামিত প্যাটেলকে সঙ্গে নিয়ে তিনি লাগাম টেনে ধরেন উইকেট পতনের।
প্যাটেলের ৩২, মিঠুনের ৫৯ আর আরিফুল হকের ২১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঢাকার সামনে ১৪৩ রানের লক্ষ্য দাঁড় করায় সিলেট।
জবাবে ব্যাট করতে নেমে এক রিচার্ড এনগার্ভার বোলিং তোপ সামলাতে গিয়েই খাবি খেতে থাকে ঢাকার ব্যাটাররা। দলীয় ১৯ রানেই জিম্বাবুইয়ান এই বোলার তুলে নেন ঢাকার দুই ওপেনার সাইম আইয়্যুব ও মোহাম্মদ নাঈম শেখের উইকেট।
দলের হয়ে কার্যকর ইনিংস বলতে ছিল কেবল অ্যালেক্স রোজের ২০ ও শেষদিকে তাসকিন আহমেদের হার না মানা ২৭ রান। বাকিরা হতাশা ছাড়া ২২ গজে দিতে পারেননি কিছুই।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৭ রান তুলতে সক্ষম হয় ঢাকা। আর সেই সুবাদে সিলেট পায় ১৫ রানের দুর্দান্ত এক জয়।
বার্তাবাংলা/এনএ