সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর শেষ হলেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের দৌড়ঝাপ। কিন্তু আসন্ন এই সিরিজে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম অস্বস্তি দলের ভরসার অন্যতম প্রতিরূপ সাকিব আল হাসানের চোখের সমস্যা। সেই সঙ্গে রয়েছে বেশ কজন ক্রিকেটারের অফ ফর্ম। মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে তাসকিন আহমেদের কাঁধের ইনজুরি।
আর এই ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডানহাতি এই পেসার। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল বলেন, ‘তাসকিনের কাঁধের চোট তো আছে। সেখানে একটা চিড় রয়েছে। রক্ষণাত্মক চিকিৎসায় গিয়ে তাকে যতটুকু খেলানো যায় আমরা সেটাই করছি। ওভাবেই তাকে খেলানো হচ্ছে। আমরা আগেও এটা করেছি। বিশ্রাম দিয়েছি।’
তিনিয়া আরও বলেন, ‘যেহেতু এই বছর বিশ্বকাপ আছে তা মাথায় রেখে সে আমাদের চিঠি দিয়েছে, যেহেতু অন্য খেলাও আছে সাদা বলের ফরম্যাটে বিশ্বকাপের আগে সে চাচ্ছে না এই (শ্রীলঙ্কা) সিরিজে টেস্ট খেলতে।’
বাংলাবার্তা/এনএ