ফাইল ছবি
ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। তিন দফায় পরীক্ষা করানোর পর বোর্ডের তত্ত্বাবধানে চলছে তার চোখের চিকিৎসা।
চোখের সমস্যার কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিব রয়েছেন নিজের ছায়া হয়ে। অলরাউন্ডার থেকে বনে গেছেন পুরোদস্তুর বোলার।
নিজের অবস্থা নিয়ে লম্বা সময় মুখে কুলুপ এঁটে রাখলেও অবশেষে মুখ খুললেন বাঁহাতি এই অলরাউন্ডার।
বিপিএলে তিনি নিজের ছায়া হয়ে রয়েছেন বলে অকপটেই স্বীকার করেন সাকিব। টুর্নামেন্টে তার দল রংপুর রাইডার্স অর্ধেক সাকিবকে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সাকিব বলেন, ‘রংপুর আসলে অর্ধেক সাকিবকে পাচ্ছে, জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।’
বিপিএলের পরপরই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সাকিব কি থাকবেন সেই সিরিজে। জবাবে দেশের ক্রিকেটের পোস্টারবয় জানান, পুরো বিষয়টিই নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর।
সাকিব বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। দেখি কী অবস্থা দাঁড়ায়। এরপর কর্মকর্তাদের সঙ্গে কথা হবে। তারপর আসলে সিদ্ধান্তটা নেওয়া হবে। বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ হয়নি।’
বাংলাবার্তা/এনএ