সংগৃহীত ছবি
দুই বছর পর ২০২৬ সালের জুনে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে টুর্নামেন্টের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নো ইনফান্তিনো ফিফা টিভিতে এই সূচি আর ভেন্যু ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী ২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে।
বৈশ্বিক এই মহাযজ্ঞের পর্দা নামবে ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
গ্রুপপর্বের ম্যাচগুলো চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২৯ জুন। চলবে ৩ জুলাই পর্যন্ত। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। আর দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে।
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ শুরু হবে ৪ জুলাই। চলবে ৭ জুলাই পর্যন্ত।
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৯ থেকে ১১ জুলাই সময়কালে। এই রাউন্ডের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন।
আসন্ন বিশ্বকাপের দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে ১৪ ও ১৫ জুলাই। মায়ামিতে ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৯ জুলাই নিউজার্সিতে হবে শিরোপার লড়াই।
গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কানাডা। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। আর যুক্তরাষ্ট্রের ১১টি শহরে টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচ।
এক নজরে ২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যু
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
জিলেট স্টেডিয়াম, বোস্টন, যুক্তরাষ্ট্র
এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সি, যুক্তরাষ্ট্র
হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র
লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র
লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে, যুক্তরাষ্ট্র
লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল, যুক্তরাষ্ট্র
এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা, মেক্সিকো
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই, মেক্সিকো
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
বিসি প্লেস, ভ্যানকুভার, কানাডা
বাংলাবার্তা/এনএ