ছবি- সংগৃহীত
গেল বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফদের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের জুনে মাঠে গড়াবে আরও একটি বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে শূন্য হওয়া ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের জায়গায় নতুনদের দায়িত্বভার বুঝিয়ে দিতে চায় বিসিবি।
বোর্ডের আহ্বানে সাড়া মিলেছে বেশ। টাইগারদের কোচ হতে আগ্রহীদের তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় নাম। লাল-সবুজের প্রতিনিধিদের কোচিং স্টাফ হতে আগ্রহ দেখিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেইলর। একইসঙ্গে কোচ হিসেবে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন সাবেক অজি পেসার শন টেইটও।
টেইলরের পাশাপাশি সাকিব-তামিমদের ব্যাটিং কোচের পদের জন্য আবেদন করেছেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। বুধবার (৭ ফেব্রুয়ারি) সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার। একইসঙ্গে ব্যাটিং কোচের পদে আবেদন করেছেন দেশের ক্রিকেটের উত্থানের সময়কার অন্যতম তারকা তুষার ইমরান।
পেস বোলিং কোচ হিসেবে তাসকিন-শরিফুলদের সঙ্গে কাজ করতে বোর্ডের কাছে আবেদন করেছেন সাবেক অজি গতিতারকা শন টেইট। এ পদে আবেদন করেছে হাই পাফরম্যান্স টিমের বোলিং কোচ কলি করিমোর। এছাড়া দেশীয়দের ভেতর বোলিং কোচ হওয়ার জন্য আবেদন করেছেন মাহবুব আল জাকি।
উল্লেখ্যে বিশ্বকাপের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ব্যাটিং কোচের পদটা আগে থেকেই ছিল শূন্য।
বাংলাবার্তা/এনএ