ফাইল ছবি
কথা ছিল নির্বাচনের পরপরই সাম্প্রতিকসময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ এক সভা। কিন্তু নির্বাচনের এক মাস পেরিয়ে সেটি নিয়ে ছিল না কোনো আলোচনা।
বোর্ডের সেই সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে নতুন নির্বাচক প্যানেল নিয়ে। একইসঙ্গে কোচিং স্টাফদের শূন্যপদে দায়িত্ব পাবেন কারা সেটির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া বোর্ডের সেই সভার অন্যতম আলোচ্য বিষয় হিসেবে থাকার কথা। এছাড়াও কেন্দ্রীয় চুক্তি নিয়েও হবে আলোচনা।
পাশাপাশি তামিমের দলে ফেরা না ফেরা, সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়েও আলোচনা করার কথা বোর্ডের সেই সভাতে। একইসঙ্গে গেল বিশ্বকাপের বাজে পাফরম্যান্সের তদন্ত রিপোর্ট দাখিলের কথাও রয়েছে সেই সভায়। আর সে কারণেই সভাটি সকলের জন্যই বহুল প্রতীক্ষিত।
লম্বা সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে জানা গেল কবে বসছে বহুল প্রতিক্ষিত সেই সভা। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি বসবে বছরের প্রথম বোর্ড সভা।
এই সভাকে ঘিরে ইতোমধ্যেই গুঞ্জন চাউড় হয়েছে ক্রিকেট পাড়ায়। গুঞ্জন রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি ইতি আসতে যাচ্ছে নান্নু-রাজ্জাক-বাশারদের নির্বাচক প্যানেলের।
গুঞ্জন রয়েছে তামিমের ফেরা নিয়েও। অনেকেই এখনই শেষ দেখে ফেলেছেন তামিমের। এর প্রধান কারণ আসন্ন কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। এখন বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তামিমের ফেরা না ফেরা, যেটি কিনা নির্ধারিত হবে সেই সভাতেই।
এদিকে সাকিবের অধিনায়কত্ব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। বিশ্বকাপের আগেই সাকিব জানিয়েছিলেন অধিনায়কের পদে তিনি থাকতে ইচ্ছুক নন আর। সে কারণেই এই সভাতে বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হতে পারে।
বাংলাবার্তা/এনএ