লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
হিপ ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে টানা দুই ম্যাচ বেঞ্চে কাটাতে হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। প্রাক মৌসুম প্রস্তুতিতে রিয়াদ সিজন কাপে আল নাসরের বিপক্ষে বদলি হিসেবে মাত্র সাত মিনিটের জন্য মাঠে নেমেছিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
এরপর গত রোববার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হংকং একাদশের বিপক্ষে তো মাঠেই নামেননি এলএম টেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষেও মাঠে নামতে পারবেন কিনা এই আর্জেন্টাইন কিংবদন্তি সেটি নিশ্চিত নয় এখনও।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেসি নিজেই জানিয়েছেন তার ইনজুরি আপডেট। অবস্থার উন্নতি হলেও ভিসেল কোবের বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় বলে জানান ক্ষুদে এই জাদুকর।
রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে হিপে চোট পেলে মাঠ ছাড়েন মেসি। পরের ম্যাচে আল নাসরের বিপক্ষে সাত মিনিটের জন্য মাঠে নামলেও হংকংয়ে আর মাঠে নামতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। তার মাঠে না নামায় খেলা দেখতে আসা দর্শকদের মধ্যেও ক্ষোভ আর হতাশার জন্ম নেয়।
টোকিওতে সাংবাদিকদের মেসি বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমি হংকংয়ে খেলতে পারিনি। সৌদি আরবে প্রথম ম্যাচে আমি আমার হিপ অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করেছি। দ্বিতীয় ম্যাচে কিছু সময় খেলার চেষ্টা করেছিলাম। এমআরআইতে দেখা যায় আমার অ্যাডাক্টরে একটি এডিমা ছিল, তবে কোনও আঘাত ছিল না।'
মেসি আরো বলেন, 'হংকংয়ে যাওয়ার পরও আমার উন্মুক্ত ট্রেনিং করতে মাঠে গিয়েছিলাম কারণ সেখানে আমাদের দেখার জন্য দর্শক-ভক্তরা অপেক্ষা করছিলো। তবে শারীরিক অস্বস্তি অব্যাহত থকাআর কারণে আমার জন্য খেলাটা খুব কঠিন ছিলো।'
বুধবার ভিসেল কোবের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, 'আমি ভিসেল কোবের বিপক্ষে মাঠে নামতে খুব আগ্রহী। আমাদের মঙ্গলবারের অনুশীলনে আমি মাঠে নামার চেষ্টা করবো। আগের দুদিনের তুলনায় আমি এখন কিছুটা ভালো বোধ করছি, তবে সত্যি বলতে আমি এখনও খেলতে পারব কিনা জানি না।'
জাপান সফরে এসে যেমন অনেক খুশি তেমন টানা খেলার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন জানিয়ে মেসি বলেন, 'এত দীর্ঘ খেলা এবং ভ্রমণের পরে আমি কিছুটা ক্লান্ত। জাপানে আমাদের এই শেষ ম্যাচটি খেলতে এবং তারপরে বাড়ি ফিরে যেতে মুখিয়ে আছি আমি।'
বার্তাবাংলা/এসএস