রংপুরের বোলারদের উইকেট উদযাপন। ছবি: সংগৃহীত
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ করার পর ঢাকায় ফিরে সেই ধারা ধরে রেখেছে রংপুর রাইডার্স। টেবিলের তলানির দিকে থাকা দল দুর্দান্ত ঢাকাকে তারা হারিয়েছে ৬০ রানে।
রংপুরের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৫ রান তুলতেই থেমে যায় ঢাকার ইনিংসের চাকা। আর সেই সুবাদে ৬০ রানের বড় জয় দিয়ে তৃতীয় পর্বের খেলা শুরু করল টেবিলের শীর্ষে থাকা রংপুর।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা বেশ দুর্দান্তই হয় বাবর আজম ও রনি তালুকদারের সুবাদে। ইনিংসের অষ্টম ওভারে ৩৯ রান করা রনিকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন আরাফাত সানি।
এরপর বাবর আজমকে নিয়ে লড়াই চালিয়ে যান সাকিব আল হাসান। লম্বা সময় পর সাকিবের হেসে ওঠা ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে রংপুরের রানের চাকা। অর্ধশতক থেকে তিন রান দূরে থামেন বাবর। মোসাদ্দেকের শিকার বনে সাজঘরের পথ ধরতে হয় তারকা এই ব্যাটারকে।
দলীয় ১২৬ রানে মোসাদ্দেকের দ্বিতীয় শিকার বনে ফেরেন সাকিব। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৪ রান।
শেষদিকে সোহানের অপরাজিত ১৬ আর মোহাম্মদ নাবির হার না মানা ১৬ বিওলে ২৯ রানের টর্নেডো ইনিংসের সুবাদে ৪ উইকেট হারিয়ে ঢাকার সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় রংপুর।
চ্যালেঞ্জিং সংগ্রহে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধুকতে থাকে ঢাকা। অলরাউন্ডার হিসেবে স্বরূপে ফেরা সাকিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উইকেট তুলে আনতে থাকেন মাহেদী হাসান, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
নিয়মিত বিরতিতে পড়তে থাকা উইকেটের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি স্বাগতিকদের পক্ষে। দুই অঙ্কের ঘরে ব্যক্তিগত রান নেওয়া সম্ভব হয় কেবল মোহাম্মদ নাঈম শেখ (৪৪), গুলবাদিন নাঈব (১৩), ইরফান শুক্কুর (২১) ও তাসকিন আহমেদের (১৫) পক্ষে। বাকিরা ফেরেন এক অঙ্কের ঘরে আটকে থেকে।
শেষ পর্যন্ত ১২ বল আগে থাকতেই ১১৫ রানে অল আউট হয়ে যায় ঢাকা। আর সেই সুবাদে টানা চতুর্থ জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত হয় রংপুরের।
বার্তাবাংলা/এনএ