ছবি কোলাজ: বাংলাবার্তা
গেল বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফদের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটার রস টেইলর। একইসঙ্গে আবেদন করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেস সেনসেশন শন টেইট।
কিন্তু শেষ পর্যন্ত এই দুজনের কোচ হয়ে আসাতে জেগেছে শঙ্কা। ইতোমধ্যেই টেইট নিজের নাম সরিয়ে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় টাইগারদের কোচ হওয়ার দৌড় থেকে সরে দাড়িয়েছেন তিনি।
এদিকে টেইলরের সঙ্গে মতের মিল হচ্ছে না বোর্ডের। যে কারণে তাকেও কোচ হিসেবে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
টেইলরের প্রসঙ্গে বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয় সংবাদমাধ্যমকে বলেন, 'টেইলরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তবে ওর সময়ের কিছু সীমাবদ্ধতা আছে।'
এদিকে আবেদনপত্র বাতিল করা হয়েছে তুষার ইমরানের। ব্যাটিং কোচ হওয়ার আবেদন করেছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আবেদন করায় তার আবেদন গ্রহণ করা হয়নি।
টেইলর-টেইট সরে দাঁড়ানোর ফলে এখন কোচ হওয়ার দৌড়ে রয়েছেন হাই পাফরম্যান্স টিমের বোলিং কোচ কলি করিমোর, মাহবুব আল জাকি, স্টুয়ার্ট ল, অ্যাডাম হলিওক ও হেম্প। তবে শেষ পর্যন্ত কে হবেন কোচিং প্যানেলের সদস্য সেটি অনেকটাই ঝুলে আছে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের মতামতের ওপর।
দুর্জয় বলেন, 'হাথুরুসিংহে হেড কোচ, তার মতামতের সুযোগ আছে। সিদ্ধান্ত নেবে কমিটি। বাংলাদেশ দলের জন্য যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে হবে, যে সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবে, আমরা তাকেই বিবেচনা করবো।'
বাংলাবার্তা/এনএ