উইল জ্যাকস। ফাইল ছবি
নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে। বুধবার (৭ ফেব্রুয়ারি) খুলনার বিপক্ষে ম্যাচটিই হচ্ছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রিজওয়ানের শেষ ম্যাচ।
টুর্নামেন্টের মাঝপথে নিজেদের এক তারকাকে হারালেও বিষয়টি খুব একটা প্রভাব ফেলছে না বিপিএলের সফলতম দল কুমিল্লার শিবিরে। কেননা পাকিস্তানি তারকার বদলি হিসেবে তারা দলে ইতোমধ্যেই ভিড়িয়েছে ইংল্যান্ডের হার্ডহিটার উইল জ্যাকসকে।
ইতোমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন জ্যাকস। সবকিছু ঠিক থাকলে পরের ম্যাচ থেকে বিপিএল মাতাবেন তারকা এই ক্রিকেটার।
২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার মাধ্যমে বিপিএলে অভিষেক হয়েছিল জ্যাকসের। সেবার টুর্নামেন্টে ১ ম্যাচে ১৫৫.০৫ স্ট্রাইকরেটে ৪১৪ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বিপিএল খেলে যাওয়ার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে ডাক পড়তে থাকে তার। তাক লাগানো পারফরম্যান্স দিয়ে জায়গা করে নেন ইংল্যান্ডের জাতীয় দলেও।
বাংলাবার্তা/এনএ