ছবি- সংগৃহীত
টেস্ট ক্রিকেটের জন্মলগ্ন থেকে যেটি কোনো ভারতীয় করে দেখাতে পারেনি সেটিই করে দেখালেন জশপ্রিত বুমরাহ। প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই বোলার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপট্টম টেস্টের প্রথম ইনিংসে ৬ আর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন ভারতের এই পেসার। আর তাতেই সদ্য হালনাগাদকৃত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সতীর্থ রবীচন্দ্রন আশ্বিনকে হঠিয়ে একে উঠে এসেছেন বুমরাহ।
দুর্দান্ত সেই পারফরম্যান্স দিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন ডানহাতি এই পেসার।
এতদিন ভারতের পেসারদের ভেতর টেস্ট র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ দুইয়ে থাকার নজির ছিল। ১৯৭৯ সালে কপিল দেব গড়েছিলেন অনন্য এই কীর্তি। লম্বা সময় পর ২০১০ সালে এসে কপিলের কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছিল জহির খানের। তিনি ছিলেন তিন নম্বরে।
৯২ বছর পর এসে বুমরাহর হাত ধরে ভাঙল নম্বর ওয়ানের অধরা সেই স্বাদ।
৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন বুমরাহ। ভারতের টেস্ট বোলারদের ভেতর এটিই সর্বোচ্চ রেটিং পয়েন্ট কোনো পেসারের। এর আগের রেকর্ডটি ছিল কপিল দেবের। তার রেটিং পয়েন্ট ছিল ৮৭৭।
বাংলাবার্তা/এনএ