ছবি- সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে পিছু নেওয়া দুর্ভাগ্যকে ঢাকা পর্বে এসেও পিছু ছাড়াতে পারল না খুলনা টাইগার্স। কুমিল্লার ছুঁড়ে দেওয়া ১৫০ রানের সহজ লক্ষ্যও তারা ছুঁতে পারল না তারা। আমের জামালের পেস তোপে খুলনাকে হারতে হয়েছে ৩০ রানে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করা ১৪৯ রানের জবাবে ১০ বল আগেই ১১৫ রানে অল আউট হয়ে যায় খুলনা টাইগার্স। আর ৩৪ রানের জয়ের মাধ্যমে টেবিলের তিনে উঠে এসেছে খুলনা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। রানের তুবড়ি ছুটিয়ে দলকে নিয়ে যেতে থাকেন এ দুজন বড় সংগ্রহের দিকে।
কিন্তু ইনিংসের দশম ওভারে নাসুম আহমেদের জোড়া শিকার বনে ব্যাক টু ব্যাক ফিরে যেতে হয় দুজনকেই। লিটন ফেরেন ২১ করে আর রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৫ রান।
তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর কিছুটা গতি কমে আসে কুমিল্লার রানের চাকার। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট।
কুমিল্লার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস (২২)। পাশাপাশি তাওহীদ হৃদয়ের ১৬, জাকের আলির অপরাজিত ১৮ আর মাহিদুল ইসলাম অঙ্কনের ১০ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রানের পুঁজি দাঁড় করায় কুমিল্লা।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই খুলনার ব্যাটারদের ওপর চড়াও হন কুমিল্লার বোলাররা। দলীয় সংগ্রহ ৫০ রানের আগেই তারা হারিয়ে বসে ৫ উইকেট।
আলিস ইসলামের হাত ধরে শুরু হওয়া কুমিল্লার উইকেট তুলে নেওয়ার উৎসবে যোগ দেন আমের জামাল। একাই তুলে নেন ৫ উইকেট।
তার বোলিং তোপের সামনে রীতিমত অসহায় হয়ে পড়েন এভিন লুইস-ফাহিম আশরাফরা। সে কারণে মাত্র ১১৫ রান তুলতেই থেমে যায় খুলনার ইনিংসের চাকা।
বাংলাবার্তা/এনএ