ছবি- সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন তাসকিন, এটি পুরোনো খবর। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল কাঁধের ইনজুরির কারণে টেস্ট খেলতে চাইছেন না ডানহাতি এই পেসার। কিন্তু তাসকিনের পক্ষ থেকে মিলছিল না কোনো মন্তব্য।
বেশ কিছুদিন পর হলেও টেস্ট না খেলার কারণ নিজে আনুষ্ঠানিকভাবে জানালেন দেশের ক্রিকেটের এই পেস সেনসেশন। পুরোনো চোট যেন ফের ফিরে না আসে, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন তাসকিন।
তাসকিন বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।’
‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই’, তিনি যোগ করেন।
যদিও তাসকিনের খেলা না খেলার পুরো বিষয়টি ঝুলে রয়েছে বোর্ডের সিদ্ধান্তের ওপর। বিপিএলের পর এই বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাবার্তা/এনএ