কার্লোস পাসকুয়াল। ফাইল ছবি
গেল বছরের ফিফা বিশ্বকাপের সেরা ফ্যানের পুরস্কার জিতেছিলেন বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার সমর্থকেরা। সকলের পক্ষে সেই পুরস্কার গ্রহণ করেছিলেন ৮৩ বছর বয়সী এক সমর্থক যার নাম কার্লোস পাসকুয়াল। এই নামের চেয়ে 'তুলা' নামের বেশি পরিচিত ছিলেন তিনি।
আলবেসেলেস্তিয়ানদের সবচেয়ে বড় ফ্যান হিসেবে গণ্য করা হয়ে থাকে পাসকুয়ালকে। কেননা মেসি-ডি মারিয়ারা যেখানেই যেতেন না কেন, পাসকুয়াল ছুটে যেতেন সেখানেই। গ্যালারিতে বসে উজ্জ্বীবিত রাখতেন আর্জেন্টিনা ফুটবল দলকে।
কিন্তু আর দেখা যাবে না পাগলা সেই বৃদ্ধ ফুটবল ভক্তকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গেল ৩১ জানুয়ারি অস্ত্রোপচার করেছিলেন পাসকুয়াল। অস্ত্রোপচারের পর কোমায় চলে গিয়েছিলেন তিনি। সেই কোমা থেকে আর ফেরা হলো না তার।
বাংলাবার্তা/এনএ