সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ২২ পেনাল্টির রোমাঞ্চে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত। দুই দলের প্রত্যেক সদস্য টাইব্রেকারে গোল পাওয়ায় রেফারি শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণে আশ্রয় নেন টসের। আর টস জিতে শিরোপা বাগিয়ে নেয় ভারত।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফের ম্যাচটি ছিল চড়ম নাটকীয়তায় ভরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। এরপর নির্ধারিত সময়ে ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর রেফারি অতিরিক্ত সময় যোগ করেন ৪ মিনিট। তিন মিনিট পেরিয়ে যাওয়ার পর ভারত যখন প্রস্তুতি নিচ্ছিল শিরোপা জয়ের উল্লাসে মাতার, সে সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাগরিকা।
আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বল নিজের আয়ত্বে নিয়ে কোণাকুণি শটে বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা।
বাইলজ অনুযায়ী এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুই দলের ১১ জনের প্রত্যেকেই দেখা পান গোলের। যার ফলে শিরোপা নির্ধারণে রেফারিকে করতে হয় টস।
আর সেখানেই ভাগ্য মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের থেকে। গ্রুপ পর্বের মতো ফাইনালে এসেও হারতে হয় তাদের ভারতের কাছে।
যদিও টস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু সাফের নিয়মের কাছে ধোপে টেকেনি তাদের সেই প্রতিবাদ।
বাংলাবার্তা/এনএ