ছবি- সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয়রথ ছুটিয়েই চলেছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে দলটি।
রংপুরের দেওয়া ২১২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কেবল ১৫৮ রান তুলতে পারে সাগরিকার দলটি। আর তাতেই ৫৩ রানের জয় দিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হয় রংপুরের।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর আগ্রাসন চালাতে থাকেন রনি তালুকদার ও রেজা হ্যান্ড্রিকস। এই দুই ব্যাটারের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারেই ৫২ রান তোলে রংপুর।
দলীয় ৬১ রানে রনির বিদায়ে ভাঙ্গে সেই জুটি। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ রান।
এরপর সাকিব আল হাসানকে নিয়ে তান্ডব অব্যাহত রাখেন রেজা। দলীয় ১২১ রানে সাকিব ১৬ বলে ২৭ করে বিদায় নেন। সঙ্গীর বিদায় যেন মেনেই নিতে পারছিলেন না হ্যানড্রিক্স। এক বল বাদেই ফিরতে হয় তাকেও। যদিও তার আগে খেলেন ৪১ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস।
এরপর নুরুল হাসান সোহানের ২১ বলে ৩১ আর জিমি নিশামের ২৬ বলে ৫১ রানের টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১১ রানের পুঁজি দাঁড় করায় রংপুর।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় পিছু নেয় চট্টগ্রামের। উইকেটের একপ্রান্তে চলতে থাকে নিয়মিত বিরতিতে আসা যাওয়ার মিছিল।
তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যেতে থাকেন সৈকত আলি। কিন্তু তাকেও ফিরতে হয় ৪৫ বলে ৬৩ করে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৮ রান তুলতে সক্ষম হয় সাগরিকার দলটি।
বাংলাবার্তা/এনএ