সংগৃহীত ছবি
চোখের সমস্যায় চলতি বিপিএলের শুরুটা খুব একটা যায় নি সাকিব আল হাসানের। তবে গেল কিছুদিন হলো সাকিব ফিরেছেন স্বরূপে। ঢাকার বিপক্ষে ৩৪ রানের পাশাপাশি নিয়েছিলেন ৩ উইকেট। আর সবশেষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি নেন দুটি উইকেট।
সাগরিকার দলটির বিপক্ষে ২৭ রানের পথে সাকিব গড়েছেন অনন্য এক রেকর্ড। তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটার।
এতদিন এই অনন্য রেকর্ডটি ছিল কেবলই তামিম ইকবালের। এবারে বাঁহাতি এই অপেনারের সঙ্গে সাত হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব।
এছাড়া চট্টগ্রামের বিপক্ষে এই ম্যাচে সাকিব স্পর্শ করেছেন আরও একটি মাইলফলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব পূরণ করেছেন ৭ হাজার রান ও ৪০০ উইকেটের মাইলফলক।
এর আগে এই ক্লাবে থাকা একমাত্র ক্রিকেটার ছিলেন রাসেল। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব নাম লেখালেন রাসেলের সঙ্গে।
বাংলাবার্তা/এনএ