হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাইডলাইনে বসে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে চীনে ইন্টার মায়ামির হয়ে হংকং একাদশের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মাঠে না নামার শাস্তিটা গেল আর্জেন্টিনা জাতীয় দলের ওপর দিয়ে।
চীনে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। মার্চে অনুষ্ঠিতব্য আইভরিকোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা বিষয়টি নিশ্চিত করেছে। বেইজিংয়ে আইভরিকোস্টের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার।
বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে লিওনেল মেসি অংশগ্রহণ করবেন, এরকম কোনো ম্যাচ আয়োজন কিংবা পরিকল্পনাও করতে পারছে না বেইজিং।’
এর আগে হাংঝুতে অনুষ্ঠিতব্য নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিও বাতিল করে আয়োজকরা।
উল্লেখ্য, পায়ের পেশির ইনজুরির কারণে হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে পারেননি মেসি। এক সংবাদসম্মেলনে তিনি এমনটাই জানান।
সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি উপক্রম হয় তখন যখন কিনা তিন দিন পর জাপানে ঠিকই খেলতে নামেন মেসি। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা।
আয়োজকরা ইন্টার মিয়ামিকে শর্ত দিয়েছিল মেসিকে অন্তত ৪৫ মিনিট যেন খেলানো হয়। কিন্তু ইনজুরির কারণে সেটি হয়নি। এ নিয়ে জল ঘোলাও হয় অনেক।
অবস্থা বেগতিক দেখে সংবাদসম্মেলনে এসে মেসি জানিয়েছিলেন তার না খেলার কারণ। কিন্তু সেই সংবাদসম্মেলনের পরদিনই মেসি জাপানের ক্লাব ভিসলের বিপক্ষে খেলতে নামেন।
আর সে কারণেই ক্ষুব্ধ হয়ে আর্জেন্টিনার ওপর এক প্রকারে প্রতিশোধই নিল চীন।
বাংলাবার্তা/এনএ