সংগৃহীত ছবি
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের পাগলা ঘোড়ার লাগাম টেনেই ধরতে পারছে না দুর্দান্ত ঢাকা। স্বাগতিক এই দলটিকে টানা অষ্টম হার উপহার দিল ফরচুন বরিশাল।
বরিশালের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে স্কোরবোর্ডে কেবল ১৪৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা। আর সেই সুবাদে বরিশাল পায় ৪০ রানের জয়।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবাল (৪) আহমেদ শেহজাদকে (১০) আর মুশফিকুর রহিম (১) হারায় ফরচুন বরিশাল। তবে শুরুর সেই ধাক্কা সামলে ওঠে মেঘনা পাড়ের দলটি সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে।
এই দুই ব্যাটারের ১৩৯ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে রান পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে বরিশাল।
৪৭ বলে ৭৩ করে রিয়াদ থামলেও উইকেটের এক প্রান্ত ধরে রানের চাকা সচল রাখেন সৌম্য। শেষ পর্যন্ত তার অপরাজিত ৪৮ বলে ৭৫ আর শোয়েব মালিকের ১০ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৯ রান দাঁড় করায় বরিশাল।
জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলসের ৩০ বলে ৫২, মেহেরবের ২৯ বলে ২৮ রান ছাড়া আর কোনো কার্যকরী ইনিংস খেলা সম্ভব হয়নি কারো পক্ষে। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা।
বাংলাবার্তা/এনএ