ছবি: বাংলাবার্তা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকার তৃতীয় পর্বের খেলা শেষ। চট্টগ্রামে হবে চতুর্থ পর্বের খেলা। সেই পর্বে খেলতে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনার কবলে পড়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে ছিলেন টিম বয়রা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে টিম বয়দের সঙ্গে ছিল ক্রিকেটারদের বিভিন্ন সরঞ্জাম।
জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাসটি। চট্টগ্রামের টিম হোটেলে পৌছানোর আগেই সীতাকুন্ডে রোববার সকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এতে বাসের সামনের বাম দিকের নিচের অংশ দুমড়ে মুচড়ে যায়।
চলতি আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ টিতে জয় পেয়েছে চট্টগ্রাম। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে সাগরিকার দলটি।
বাংলাবার্তা/এনএ