ছবি- সংগৃহীত
এশিয়ান কাপের শিরোপা ধরে রাখার মিশনে জর্ডানের বিপক্ষে খেলতে নেমেছিল কাতার। সেই মিশনে অনেকটা হেসেখেলেই সফল হয়েছে তারা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলেছে দলটি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দোহার লুসাইল স্টেডিয়ামে কাতারের করা তিন গোলের তিনটিই আসে পেনাল্টি থেকে।
শুরুটা হয় ম্যাচের ২০ মিনিটের মাথায়। কাতারের আকরাম আফিফকে নিজেদের ডি বক্সের ভেতর পেছন থেকে ধাক্কা দেয় জর্ডানের আবদুল্লাহ নাসিব। সঙ্গে সঙ্গে ফাউলের বাশি বাজিয়ে রেফারি পেনাল্টির ঘোষণা দেন। সেখান থেকে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন আফিফ।
বিরতির পর ৬৭ তম মিনিটে জর্ডান সমতায় ফেরে আল নিয়ামাতের সুবাদে।
কিন্তু সেই সমতা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি জর্ডানের পক্ষে। ছয় মিনিট বাদেই ফের পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন আফিফ।
যোগ করা অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ফের পেলান্টি পায় কাতার। সেখান থেকে আফিফ জালের দেখা নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি থামিয়ে দেন জর্ডানের রূপকথা।
বাংলাবার্তা/এনএ