ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দুর্দান্ত ঢাকার। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে কোনোভাবেই বের হতে পারছে না তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা।
টুর্নামেন্টের চলতি আসরে ইতোমধ্যেই তারা খেলে ফেলেছে ১০টি ম্যাচ। এই ১০ ম্যাচে তাদের অর্জন কেবল এক জয়। বাকি নয়টিতেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের।
হারের বৃত্ত ভাঙতে ব্যর্থ হওয়া ঢাকা হারতে হারতেই গড়েছে বিপিএলের ইতিহাসে এক রেকর্ড। আর সেই রেকর্ডটি লজ্জার রেকর্ড।
বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত টানা এত ম্যাচ হারার নজির নেই আর কোনো দলেরই। লজ্জার এই রেকর্ডের একমাত্র মালিকানা এখন দুর্দান্ত ঢাকার।
এর আগে এই রেকর্ডটি ছিল সিলেট সিক্সার্সের। ২০১২ সালের টানা সাত ম্যাচ হারার নজির গড়েছিল দলটি। এক যুগ পর সেই রেকর্ডের মালিকানা বুঝে নিল দুর্দান্ত ঢাকা।
ঢাকা সিলেটকে টপকে গিয়েছিল ৯ ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে হেরেই। পরদিন ফরচুন বরিশালের বিপক্ষে হারের ফলে সেই রেকর্ড আরও পোক্ত করল সুজনের শিষ্যরা।
বাংলাবার্তা/এনএ