ছবি সংগৃহীত
ঢাকা থেকে সিলেট হয়ে আবারও ঢাকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার পাড়ি জমালো বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকায় মাঠে নামার আগে বিপিএলের চলমান দশম আসরে বেশ জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই।
তবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই অবশ্য বিদায় নিশ্চিত হয়েছে রাজধানীর দল দুর্দান্ত ঢাকার। বাদবাকি ছয় ফ্র্যাঞ্চাইজিই রয়েছে প্লে-অফের লড়াইয়ে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার বিপিএলের চতুর্থ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্ব শুরুর আগে দুই দলই অবশ্য সমান ১০ পয়েন্ট করে তুলেছে নিজেদের খাতায়। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে আছে সাত ম্যাচ খেলা কুমিল্লা। আর তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিকে, আট ম্যাচ খেলে সর্বোচ্চ ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রাইডার্স বাহিনী প্লে-অফে এক পা দিয়েই রেখেছে বলা যায়। আট ম্যাচে চার জয় আর চার পরাজয়ে আট পয়েন্ট তুলে টেবিলের চার নাম্বারে আছে তামিম-মাহমুদুল্লাহ-মুশফিকদের ফরচুন বরিশাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে চার জয়ে আট পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে টেবিলের পাঁচ নাম্বারে রয়েছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম চার ম্যাচে টানা জয় তুলে নিলেও হঠাৎ করেই যেন খেই হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। হেরেছে সর্বশেষ টানা তিন ম্যাচে।
আরও পড়ুন: যে রেকর্ডের মালিকানা শুধুই ঢাকার
এখন পর্যন্ত সবচেয়ে বেশি নয় ম্যাচ খেলে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বারে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের প্রথম পাঁচ ম্যাচে টানা হারের পর, পরের চার ম্যাচে তিন জয় তুলে নিয়ে এখনও প্লে-অফের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে গত আসরের রানার্স-আপ সিলেট।
অন্যদিকে, সিলেটের সমান নয় ম্যাচ খেলে মাত্র এক জয়ে দুই পয়েন্ট তুলে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে রাজধানীর প্রতিনিধি দুর্দান্ত ঢাকা। টুর্নামেন্টের শুরু থেকেই কাগজে কলমে দুর্বল দল ছিল দুর্দান্ত ঢাকা। তবে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সাড়া ফেললেও সেখানেই যেন সমাপ্তি। এরপর টানা আট ম্যাচ হেরে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে তাসকিন-শরীফুলদের।
বাংলাবার্তা/এসএ