বিসিবিতে নাজমুল হাসান পাপন (ছবি: বাংলাবার্তা)
দেশের ক্রিকেটের বিগত মাস ছয়েকের চালচিত্র নিয়ে জাতীয় নির্বাচনের পরেই বোর্ড সভায় বসার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) বসতে চলেছে বিসিবির বোর্ড মিটিং। ইতোমধ্যেই বিসিবি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার দুপুর ২ টার দিকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে বহুল প্রতীক্ষিত এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বেই শুরু হতে যাচ্ছে সভা। দুপুর ২টা ২৫ মিনিটে বিসিবিতে এসে পৌঁছান সভাপতি পাপন।
ভারতে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট থেকে শুরু করে জাতীয় দলের নির্বাচক প্যানেল এবং সাকিব-তামিম ইস্যুতেও আলোচনা হওয়ার কথা রয়েছে আজকের বোর্ড মিটিংয়ে। এছাড়া ক্রিকেটারদের চুক্তির বিষয়েও আলোচনা হবে এ সভায়।
বিশ্বকাপের ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। সেই কমিটি ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে তদন্ত রিপোর্ট। আজকের বোর্ড সভায় উঠবে বিশ্বকাপ ব্যর্থতার অদ্যোপান্ত।
জাতীয় দলের নির্বাচক প্যানেলের দায়িত্বে কি বহাল থাকছেন মিনহাজুল আবেদীন নান্নু অ্যান্ড কোং নাকি পরিবর্তন আসতে চলেছে এই গুরুদায়িত্বে, সেটিও জানা যাবে আজকের বোর্ড মিটিংয়ের পরই।
এছাড়া সাকিব আল হাসানের অধিনায়কত্ব আর সাকিব-তামিমের বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা হবে আজকের সভায়। তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরবে কি-না সেটির সিদ্ধান্ত হতে পারে এ সভাতেই। যদিও এর আগে তামিম নিজেই জানিয়েছিল নির্বাচনের পরেই নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি।
বাংলাবার্তা/এসএ