মিনহাজুল আবেদিন নান্নু (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। অবশেষে সব আলোচনা-সমালোচনার ইতি টেনে নির্বাচক প্যানেল থেকে বিদায় নিতে চলেছেন নান্নু। সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভার আগে শোনা গেছে এমন গুঞ্জনই।
দেশের ক্রিকেটের বিগত মাস ছয়েকের রোলার কোস্টার যাত্রা নিয়ে জাতীয় নির্বাচনের পরেই বোর্ড সভায় বসার কথা ছিল বিসিবির। সোমবার দুপুর ২ টার দিকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে বহুল প্রতীক্ষিত এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বেই শুরু হয় সভা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি কার্যালয়ে এসে পৌঁছান দুপুর আড়াইটার দিকে। তারপরেই শুরু হয় কাঙ্ক্ষিত সভা।
এদিকে, বোর্ড মিটিং চলাকালীন সময়েই বিসিবির অভ্যন্তরীণ সূত্র থেকে গুঞ্জন শোনা যায় এই সভা থেকেই নির্ধারিত হতে চলেছে প্রধান নির্বাচক নান্নুর ভাগ্য। জাতীয় দলের নির্বাচক হিসেবে ইতি ঘটতে চলেছে নান্নু অধ্যায়ের। তার জায়গায় আরেক সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে দেওয়া হতে পারে প্রধান নির্বাচকের দায়িত্ব, শোনা গেছে এমনটাই। হান্নান সরকার বর্তমান বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন।
এদিকে, নান্নুর সহকারী হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাক কি নিজেদের জায়গায় বহাল থাকছেন কি-না সেটি নিয়ে তেমন কিছু জানা যায়নি।
টাইগারদের নির্বাচক প্যানেলে রদবদলের পাশাপাশি আজকের বোর্ড মিটিংয়ের পর আসতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট থেকে শুরু করে সাকিব-তামিম ইস্যুতেও আলোচনা হওয়ার কথা রয়েছে আজকের বোর্ড মিটিংয়ে। এছাড়া ক্রিকেটারদের চুক্তির বিষয়েও আলোচনা হবে এ সভায়।
আরও পড়ুন: বিসিবিতে পৌঁছেছেন পাপন
বিশ্বকাপের ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। সেই কমিটি ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে তদন্ত রিপোর্ট। আজকের বোর্ড সভায় উঠবে বিশ্বকাপ ব্যর্থতার অদ্যোপান্ত।
এছাড়া সাকিব আল হাসানের অধিনায়কত্ব আর সাকিব-তামিমের বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা হবে আজকের সভায়। তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরবে কি-না সেটির সিদ্ধান্ত হতে পারে এ সভাতেই। যদিও এর আগে তামিম নিজেই জানিয়েছিল নির্বাচনের পরেই নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি।