তামিম ইকবাল (ফাইল ছবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। সভার অনেকগুলো এজেন্ডার ভেতর অন্যতম একটি দেশসেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ। এ সভাতেই নির্ধারণ হবে লাল-সবুজের জার্সি গায়ে বাঁহাতি এই ওপেনারকে আর দেখা যাবে কি-না।
তামিম ইকবাল বোর্ডকে অনুরোধ করেছেন আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে, সেটি পুরোনো খবর। বোর্ড এই সভায় ক্রিকেটের স্বার্থে তামিমকে রাখা হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বোর্ডের একটি বিশ্বস্ত সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী তামিমের সিদ্ধান্তে সমর্থন রয়েছে বোর্ডের পরিচালকদের বড় একটি অংশের। বেশ কিছু ইস্যুতে তামিমের আন্তর্জাতিক অধ্যায়ের শেষ আসুক তারা এমনটাই চান।
তাই ধারণা করা হচ্ছে তামিমের সিদ্ধান্তই মেনে নিতে যাচ্ছে বোর্ড। তাকে রেখেই হবে কেন্দ্রীয় চুক্তি। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড সভাপতির ওপর। এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। বোর্ড সভা শেষে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
মূলত ইনজুরি ও ফিটনেসের সামগ্রিক অবস্থা বিবেচনা করেই নিজেকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে কিছুদিন আগেই বোর্ডকে অনুরোধ জানান তামিম। বাঁহাতি এই ওপেনারের এমন সিদ্ধান্তের জবাবে বিসিবি থেকে জানানো হয়েছিল বোর্ড সভায় এটি নিয়ে আলোচনা করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাবার্তা/এনএ