ছবি: বাংলাবার্তা
নতুন অধিনায়ক পেতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসানের জায়গায় দলের নেতৃত্বভার উঠতে চলেছে নাজমুল হাসান শান্তর কাঁধে। শান্ত এর আগে নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করলেও সেটি ছিলো সাকিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে। এবার পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন শান্ত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা চলাকালীন জানা যায় শান্তকে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক করা সিদ্ধান্তের কথা। সভা শেষে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বিসিবির পক্ষ থেকে। সাকিবের অধীনে ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিলো টাইগারদের। এছাড়া তামিমকে সরিয়ে সাকিবকে অধিনায়ক করার পর থেকেই তামিম-সাকিব দ্বন্দ্ব নিয়ে দলের মধ্যে চলা চরম অস্থিরতাও অধিনায়কত্বে রদবদলের বড় একটি কারণ।
এছাড়া সাকিবের নিজেরও ছিলো নেতৃত্বে অনীহা। বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন আসর শেষে আর অধিনায়কত্ব করতে চান না তিনি। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজে চোটের কারণে সাকিব না থাকায় তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের মাটিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্তর নেতৃত্বগুণে অবশ্য দারুণ খুশি ছিলো বিসিবি কর্তাদের থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও। এবার সেই শান্তর কাঁধেই উঠতে চলছে জাতীয় দলের পূর্ণাঙ্গ নেতৃত্বভার।
তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত টাইগারদের ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬ ম্যাচে অধিনায়কত্ব শান্তর জয় মাত্র একটিতে। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচের মধ্যে সমান একটি করে জয় পরাজয়, বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। অন্যদিকে সাদা পোশাকে দুই ম্যাচে নেতৃত্ব দিয়ে সমান একটি করে ম্যাচে জয় পরাজয়ের স্বাদ পেয়েছে শান্ত।