ছবি: বাংলাবার্তা
অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো মিনহাজুল আবেদিন নান্নুকে। তার জায়গায় টাইগারদের নতুন প্রধান নির্বাচকের দায়ভার দেওয়া হয়েছে জাতীয় দলের প্রথম ও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। এছাড়াও নির্বাচক প্যানেলে যোগ করা হয়েছে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে।
নান্নুর সঙ্গে নির্বাচক প্যানলে থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও, তবে বহাল রয়েছেন আব্দুর রাজ্জাক। গত ডিসেম্বরেই নান্নু-বাশার-রাজ্জাকের নির্বাচক প্যানেলের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। এবার নান্নু আর বাশারের সঙ্গে নতুন করে আর চুক্তি করেনি বিসিবি। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বহুল প্রতীক্ষিত বোর্ড মিটিং শেষে জানা যায় নির্বাচক প্যানেলে পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা।
নান্নুর জায়গায় জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে। সভা শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর নান্নুর চুক্তি নবায়ন করা হয়নি।
এর আগে বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আর বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের প্রথম অধিনায়ক লিপু। এবার বসলেন প্রধান নির্বাচকের হট চেয়ারে।
এদিকে, আরেক নির্বাচক বাশারে স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। লিপুর অধীনে রাজ্জাক আর হান্নান মিলেই এখন থেকে সামলাবেন জাতীয় দলের নির্বাচকের কাজ।
বাংলাবার্তা/এসএ