মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
অবশেষে প্রকাশ হলো ২০২৪ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা। সোমবার (১২ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত বিসিবির বোর্ড মিটিং শেষে প্রকাশ করা হয় এই বছর তালিকায় জায়গা পাওয়া ২১ ক্রিকেটারের নাম।
বিগত কিছুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিবির প্রকাশিত নতুন এই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় নতুন প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ জায়গা পেয়েছেন শুধু ওয়ানডে ফরম্যাটে।
এছাড়া এবার তিন ফরম্যাটেই জায়গা পেয়েছেন ৫ জন। আগেরবারের সাকিব আল হাসান, লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের সঙ্গে এবার যুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
কিছুদিন আগে তামিম ইকবাল নিজেই অনুরোধ করেছিলেন তাকে যেন এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয়। এবার তাই বিসিবির চুক্তিতে নেই সাবেক এই অধিনায়ক।
আগেরবার তিন ফরম্যাটেই থাকা তাসকিন আহমেদ এবার নেই টেস্টের চুক্তিতে। তাকে রাখা হয়েছে শুধু রঙিন পোশাকের চুক্তিতে। এবার তালিকায় নতুন ঠাই পেয়েছেন তানজিম হাসান সাকিব, তাকে অবশ্য শুধু ওয়ানডে ফরম্যাটের চুক্তিতেই রেখেছে বিসিবি।
মুশফিকুর রহিমকে রাখা হয়েছে টেস্ট আর ওয়ানডের চুক্তিতে। এছাড়া মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ জায়গা পেয়েছেন ওয়ানডে আর টি-টোয়েন্টির তালিকায়। তরুন তুর্কি তাওহীদ হৃদয় রয়েছেন রঙিন পোশাকের দুই ফরম্যাটের চুক্তিতেই।
বিসিবির প্রকাশিত নতুন এই চুক্তি চলতি বছর জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
একনজরে দেখে নিন ২০২৪ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তি কারা আছেন:
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।
টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।
টেস্ট ও ওয়ানডে : মুশফিকুর রহিম।
ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
ওয়ানডে ও টি-২০ : তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
টি-২০ : নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান।
বাংলাবার্তা/এসএস