সদ্য সাবেক দুই নির্বাচক পেতে চলেছেন বিসিবির নতুন দায়িত্ব। ছবি: সংগৃহীত
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে সরানো হলো মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনকে। নান্নুর পরিবর্তে জাতীয় দলের প্রথম অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে দেওয়া হয়েছে প্রধান নির্বাচকের দায়িত্ব। আর বাশারের জায়গায় নির্বাচক প্যানেলে যোগ হয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। আগের কমিটি থেকে রয়ে গেছেন আব্দুর রাজ্জাক।
নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছিলো গেলো ডিসেম্বরেই। তবে নতুন নির্বাচক নিয়োগ না দেওয়ায় এতোদিনও দায়িত্বে বহাল ছিলেন তারা। অবশেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড মিটিং শেষে নান্নু আর বাশারের সঙ্গে নতুন করে আর চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্বাচক হিসেবে দায়িত্ব হারালেও বিসিবিতে নতুন ভূমিকায় আসতে চলেছেন নান্নু-বাশার।
নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও সাবেক এই দুই টাইগার অধিনায়কের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করছে না বিসিবি, এমনটি জানিয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সামনে পাপন জানান, নান্নু-বাশারের চুক্তি শেষ হওয়ার কারণে নতুন করে আর চুক্তি নবায়ন করা হয়নি তাদের সঙ্গে। তবে নির্বাচকের দায়িত্বে না থাকলেও বিসিবির অন্য কোনো পদে থাকবেন তারা।
বিসিবি সভাপতি বলেন, 'বাংলাদেশের ক্রিকেটে নান্নু -বাশারের অবদান স্বীকার করেছে বিসিবি। তাদের কাজে আমরা সবাই খুব খুশি। তাদের হারাতে চাই না আমরা। এজন্য নির্বাচক হিসেবে না হলেও বোর্ডের অন্য পদের দায়িত্বে রেখে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া হবে তাদের।'